মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দরবেশ হাট গরুর বাজারের দক্ষিণ পার্শ্বে শাহপীর পাড়ায় এক যুবকের আত্মহত্যা করেছে।
নিহতের নাম রিদুয়ানুল ইসলাম(২৫)। সে ওই এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, রিদুয়ান হোটেলের কর্মচারী। একসময় সে পেপার বিক্রি করতো। গতকাল রাতে মাকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান।সকালে তার মা উঠে দেখতে পান তার শয়ন কক্ষে ছাদে বৈদ্যুতিক ফ্যানে আটকানো রডে মায়ের শাড়ি পেছিয়ে রিদুয়ান আত্মহত্যা করেছে।
নিহতের মা আয়েশা আকতার জানান, গতকাল রাতে আমার ছেলে আর আমি একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে না দেখে ছেলেকে তার শয়ন কক্ষে ডাকতে গেলে বাড়ির ছাদে বৈদ্যুতিক ফ্যান আটকানো রডে শাড়ি পেছিয়ে তাকে দেখতে পায়।পরে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিই।
নিহতের স্ত্রী মিলি আকতার জানান,আমি তাকে বিয়ে করার পর শ্বশুর বাড়ীতে ৩/৪দিন ছিলাম। গতমাসে আমার স্বামী আমাকে তার বাড়ীত থেকে আমাকে বাপের বাড়ীতে দিয়ে আসে।
তবে,এলাকার কেউ কেউ ধারণা করছে, মানসিক ও পারিবারিক যন্ত্রনা সহ্য করতে না পেরে কে আত্মহত্যা করেছে।
এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, নিহতের গলায় দাগের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।