বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৫৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মিয়ার বর বাড়ি এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পনিবারের বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের নাম বদিউল আলম (৪৫)। সে ওই এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র এবং সে ৬সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বদিউল আলম এলাকার দর্জি দোকান করে ৬সন্তানকে নিয়ে সংসার চালিয়ে আসছিল। গতকাল গভীর রাতে অতর্কিতভাবে কেরোসিন দিয়ে তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।মুহুর্তের মধ্যে আগুনের দৃশ্য দেখতে পেলে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসে।পার্শ্ববর্তী এলাকার লোকজন জানতে পারলে তারা এগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত বদিউল আলম জানান,আমার ছেলে-সন্তানকে নিয়ে গতকাল রাতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার বসতঘরে কে বা কাহারা পুর্ব শত্রুতার জের ধরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়।এতে আমার ১ লক্ষ ৫০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী করছি।
স্থানীয় ইউপির মেম্বার ও আমিরাবাদের ১নং প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস জানান, বিষয়টি ক্ষতিগ্রস্ত বদিউল আলম আমাকে জানিয়েছে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,বসতঘরে আগুন লাগানোর বিষয়টি স্থানীয় চৌকিদার আমাকে অবহিত করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।