বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:১৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রশিদের পাড়া এলাকায় লাইসেন্স বিহীন ও বিস্ফোরক লাইসেন্স এর শর্ত লংঘন করে খোলা স্থানে গ্যাস রাখার দায়ে ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত দু` ব্যবসায়ীর নাম হল উপজেলা সদরের রশিদার পাড়ার মৃত ইব্রাহিমের পুত্র সোহেল(৪০) এবং আবু আহমেদের পুত্র ওমর ফারুক (৩২)।
২১ অক্টোবর শুক্রবার বিকেল ৫টার দিকে
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলা সদরের লাইসেন্স বিহীন ও বিস্ফোরক লাইসেন্স এর শর্ত লংঘন করে উন্মুক্ত স্থানে সিলিন্ডার রেখে সোহেল ও ওমর ফারুক ব্যবসায় পরিচালনা করে আসছে।যার কারণে এলাকায় বিভিন্ন বিস্ফোরণ এর ঘটনা ও জান মালের ক্ষতি হচ্ছে।।জনসাধারণের জীবনহানির আশংকা থাকার বিষয়টি উদঘাটিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওমর ফারুক কে ১০হাজার টাকা ও মোঃ সোহেল কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় দ্রুত সময়ের মধ্যে সিলিন্ডারগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং লাইসেন্সের শর্ত মোতাবেক ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।