রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:১৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতল এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে মোট ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
৩১ জানুয়ারী রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আধুনগরের আবদুল করিমের পুত্র মোবারক হোসেন(৩৩), কলাউজান ছৈয়দ আহমদেে পুত্র শাহ আলম (৫২) এবং কলাউজান গাবতল এলাকার কুদ্দুসের পুত্র রুহুল কুদ্দুস।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামুন মিয়াসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতল এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে স্কেভেটার মালিক মোবারককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা, মাটি কাটার সাথে জড়িতের দায়ে শাহ আলমকে ১০ হাজার টাকা, রুহুল কুদ্দুসকে ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।