রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ২ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১২:৫৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আইয়ুব ফাউন্ডেশন সংলগ্ন এলাকা এবং পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২টি মামলায় ২জনকে দেড় টাকা জরিমানা প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হল মোঃ সেলিম এবং মোঃ আরিফ।

৭ মে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামুনোর রশিদসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আইয়ুব ফাউন্ডেশন সংলগ্ন এলাকা এবং পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের,ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত করে
অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে দুটি স্পটে মোঃ সেলিম ১ লাখ টাকা এবং মোঃ আরিফকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন