শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:২২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের পেঠানের পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আক্তার হোসেন নামে এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
১৪ মার্চ সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান জানান,উপজেলার আধুনগরের পেঠানের পাড়ায়টপসয়েল কর্তন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালিত করে মাটির টপসয়েল কাটায় ওই এলাকার আমির হোসেনের পুত্র আক্তার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এইধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।