শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় কৃষকদের মাঝে হাইব্রিড বীজ ও বোরো উপশী বীজ বিতরণ

প্রকাশিত : ৬:৩৮ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকদের মাঝে হাইব্রিড বীজ ও বোরো উপশী বীজ বিতরণ করা হয়েছে।

৬ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদণা কর্মসুচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে লোহাগাড়ায় ৩হাজার ৩০০জন কৃষকের মাঝে বোরো হাইব্রিড বীজ এবং ৬২০ জন কৃষকের মাঝে বোরো উপশী বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশের কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। তারই ধারাবাহিকতায় আজকে লোহাগাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রনোদণা কর্মসুচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে লোহাগাড়ায় ৩হাজার ৩০০জন কৃষকের মাঝে বোরো হাইব্রিড বীজ এবং ৬২০ জন কৃষকের মাঝে বোরো উপশী বীজ বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন