বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জামায়াতের আমীরসহ ৬জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ৯:৪০ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াত ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ ইসলামাবাদীসহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাতে বিস্ফোরণ আইনে এই মামলা রুজু করা হয়েছে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানিয়েছেন।

উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া ঘোনার পাড়া এলাকার আব্দুল করিমের পুত্র মো. মামুনুর রশীদ (২১) বাদী হয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ ইসলামাবাদীসহ ৬ জনকে এজাহারনামীয় আসামী এবং ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা রুজু করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেআইনী জনতাবদ্ধে পথরোধ করে। এছাড়া সাধারণ জখম ও ভয়ভীতি প্রদানসহ ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

আরো পড়ুন