বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
শুভ মহালয়া। এ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে এসএন্ড ডি মজুমদার ট্রাস্ট কর্তৃক জগৎ জননীর আরাধনা লগ্নে প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সুখছড়ি কালি মন্দির প্রাঙ্গণে সুখছড়ি যুব ঐক্য,পরিশদের সার্বিক ব্যবস্থাপনায় এ বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতার পূজারী, এসএন্ড ডি মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মানবতাবাদী সনাতনী সম্প্রদায়ের নেতা, সুখছড়ি কালিমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ।
সুখছড়ি সার্বজনীন রাস উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বাদল কান্তি দেশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সুখছড়ি সার্বজনীন দূূর্গাপুজা উদযাপন পরিষদে ও সুখছড়ি যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল দাশ।
এডভোকেট নিহার দাশ এবং মাস্টার রিগ্যান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি সুভাষ চন্দ্র নাথ, মৃদুল কান্তি দে সুদয় সংঘের যুগ্ন সাধারণ সম্পাদক দেবব্রত দেয়, ডুলাহাজারা লোকনাথ সেবা শ্রমের সভাপতি বাদল দাশ,লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল,সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ, সুখছড়ি যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্চয় চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চন্ডীপাঠ করা হয়।পরিবেশন করেন অলক দেবনাথ।