রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ২:০৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের নাম হীরা রানী দে (২২)।সে উপজেলার আমিরাবাদ সুখছড়ি হিন্দু উত্তর পাড়ার সুমন কান্তি দে`র স্ত্রী।

৬ জুন সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্হানীয় সুত্রে জানা যায়, গত ৪বছর পুর্বে চকরিয়া বরইতলী ২নং ওয়ার্ডস্থ হিন্দু পাড়ার হীরা রাণী দে`র সাথে আমিরাবাদ সুখছড়ি হিন্দু পাড়ার সুমন কান্তি দে`র সাথে তাদের ধর্মীয় মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সাথে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। সোমবার সকালে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টে সে মারা যান।

নিহতের চাচা জয় সিম দাশ জানান,অামার ভাতিজির সাথে তার স্বামীর ঝগড়াঝাঁটি সবসময় লেগে থাকতো। শারিরীক ও মানসিক নির্যাতন চালাতো। সকালে স্থানীয় এলাকাবাসী আমাদের কে খবর দিলে আমরা এসে আমার ভাতিজির লাশ দেখতে পাই। এলাকার মানুষ আমার ভাতিজির লাশটি স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার ভাতিজিকে তার স্বামী বৈদ্যুতিক শর্টসার্কিট দিয়ে মেরে ফেলেছে। সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়নি।

নিহতের ভাই দীপংকর দে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া হতো। অামার বোনকে তার স্বামী মানসিকভাবে নির্যাতন চালাতো। স্থানীয় প্রতিবেশী আমার বোনের মৃত্যুর বিষয় অবগত করে আমরা তার লাশ দেখতে পাই।

নিহতের স্বামী সুমন কান্তি দে জানান,আমার স্ত্রীর সাথে আমার কোন দিন ঝগড়াঝাঁটি হয়নি। আমি বাড়ির পাশে একটি পানের দোকান করে সংসার চালিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে আমার মায়ের ঝগড়াঝাঁটি হতো।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন।

তিনি জানান, নিহতের শরীরে অাঘাতের কোন চিহ্ন নেই। তবে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মডেম রিপোর্টের পর কি কারণে মারা গেছে তা জানা যাবে।

আরো পড়ুন