রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:৩২ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আঁধারমানিক দিঘির পাড়া এলাকায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র,করে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৯ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে প্রবাসী এনামুল হক এনামের পিতা
সামশুল আলম বাদী হয়ে জাফর আলমসহ আরও কয়েকজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে প্রকাশ, বাদি-বিবাদীর সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষরা তাদের বসতঘরে ইট নিক্ষেপ করলে ঘরের কাঁচের গ্লাস ভেঙ্গে যায়।
প্রবাসী এনামুল হক জানান, আমাদের বসতঘরে অতর্কিতভাবে প্রতিপক্ষরা ইটপাটকেল ছুড়ে মারে। এতে আমাদের বাড়ির গ্লাস ভেঙ্গে গেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের জোর দাবী করছি।
স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন জানান, বাদি বিবাদী দুজনেই আপনজন। জায়গা-জমি বিরোধ কে নিয়ে তাদের দুজনের মধ্যে ইট নিক্ষেট ছুটাছুটি চলে। উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। বৈঠকে আশা করছি সমাধান হবে ।
প্রতিপক্ষরা জানান, আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।বসতঘরে হামলার ঘটনায় এসআই শরীফুল ইসলাম পিপিএম(বার) কে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।