রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় এক পরিবারের বসতঘর দখলের অভিযোগ

প্রকাশিত : ১:১৩ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বলি পাড়ায় এক পরিবারের বসতঘর দখল করার চেষ্ঠা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

এ ব্যাপারে ছালে আহমদ বাদী হয়ে ওই এলাকার সাইফুল ইসলামসহ কয়েকজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাদী তার খতিয়ান ভুক্ত জায়গায় ঘর নির্মাণ করে ভোগ দখলে স্থিত ছিল। কিন্তু প্রতিপক্ষরা ছালে আহমদের বসতঘর দখল করার চেষ্ঠা চালায়। তাদের চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্ঠি করেছে।

ছালে আহমদ জানান, আমি ছোট্ট একটি দোকান করে সংসার চালিয়ে যাচ্ছি। আমার বসতঘরটি প্রতিপক্ষরা প্রতিবদ্ধকতা সৃষ্ঠি করছে। আমি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, আমি ছালেহ আহমদের জায়গা দখল করিনি। আমার জায়গায় রাস্তা মজবুত করার জন্য খুঁটি দিয়েছি এটা আমার খতিয়ানভুক্ত জায়গা। ছালেহ আহমদ আমাকে বার বার হুমকি-ধমকি দিয়েছে, আমার কাছ থেকে চাঁদা দাবী করেছে। আমি এ ঘটনায় লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে জিডি দায়ের করেছি। বসতঘর দখলের বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নেই। সবই ষড়ষন্ত্রমূলক।

লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম জানান , এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক বিচার শালিশীর মাধ্যমে উভয়পক্ষকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন