বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:২৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় এক পরিবারের জায়গা দখলের চেষ্ঠার অভিযোগ উঠেছে। এ বিষয়ে লোহাগাড়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এক পক্ষের অভিযোগ কারী মোঃ আনোয়ার হোসেন জানান, আমার বসতঘরের পাশে পুকুরে ওয়াল নির্মাণ করছে নুরুন্নবী। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
অপরদিকে, নুরুন্নবী জানান, আনোয়ার হোসেনের পিতা মারা যাওয়ার পুর্বে আমি এ জায়গাটি ক্রয় করেছি। আনোয়ার নিজেই স্বাক্ষর দিয়েছেন। আমিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আমিরাবাদ সৈয়দ পাড়ার জায়গা দখল সংক্রান্তে উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। আনোয়ারের অভিযোগটি এসআই আলমগীরকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নুুরুন্নবীর অভিযোগটি এসআই নুরুন্নবীকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান