শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন

প্রকাশিত : ৮:৩০ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ 

গত ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১৫ আসনটি সাতকানিয়া-লোহাগাড়া নিয়ে গঠিত। এ আসনে লোহাগাড়ায় ৬৭ টি ভোট কেন্দ্র রয়েছে। লোহাগাড়ায় নির্বাচনকে অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পুর্ণ করতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি,র্্যাব, এপিবিএনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী ও উপজেলার সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।তিনি জানান,নির্বাচন হয়েছে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনের পুর্বে প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং দের কে প্রশিক্ষণ দিয়েছি। যাতে তারা নির্বাচনকে সুন্দর,নিরপেক্ষভাবে করতে পারে। ভোট কেন্দ্রে ব্যালট পেপারে কেউ যেন হাত দিতে না পেরে সেদিকে আমরা কঠোর অবস্থানে ছিলাম। ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান আরও জানান, প্রত্যেক ভোটার কেন্দ্রে ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। এ নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করেছি। নির্বাচনে কোন সহিংসতা ছাড়াই একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পেরেছি। চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ডগুলো কঠোরভাবে দমন করতে চেষ্ঠা করেছি। আমি এজন্য এ নির্বাচনে সকলের সহযোগীতা পেয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন