শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ইয়াবাসহ ২মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত : ৯:১৫ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট রোডের কুতুব উদ্দিন পাড়ার পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত বাড়ী হতে ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল উপজেলার সদর ইউনিয়নের টেন্ডল পাড়ার মৃত আমিন উল্লাহ`র পুত্র নুরুল আবছার (৩০) এবং জোনাবির পাড়া এলাকার আবদুল মালেকের পুত্র মোহাম্মদ তৌহিদ(২২)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই অজয় দেব শীলের নেতৃত্বে একটি পুলিশ টিম উল্লেখিত এলাকায় জনৈক রানার পরিত্যক্ত বাড়ী হতে ৪২পিচ ইয়াবাসহ ২মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১ডিসেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

আরো পড়ুন