বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পাবলিক হলে আয়োজিত লোহাগাড়া উপজেলার ইমাম ও আলেম- ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা নিরসনে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি সকালে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের লোহাগাড়া শাখার ফিল্ড অফিসার মোঃ নুরুল হক সিকদার।
আলোচক ছিলেন লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
মডেল কেয়ার টেকার রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সিরাজুল আবেদীন, ফজলুল কাদের আইয়ুব আনসারী।
কর্মশালায় বক্তারা জানান, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে আলেম ওলামাদের একযোগে কাজ করতে হবে। ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, ইমাম ও খতিবদের সেদিকে সজাগ থাকতে হবে।