বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:০৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইটভাটাগুলোতে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এসময় ১হাজার ৪`শ ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।
১৭ নভেম্বর সকালে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চলমান অভিযানে লোহাগাড়া উপজেলার NBK ব্রিক ফিল্ডে’র সংলগ্ন পূর্ব রাজঘাটা নামক এলাকা,CRB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন লম্বাকাটা নোয়ারবিলা নামক এলাকা, KMB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন চরম্বা নয়া বাজার নামক এলাকা,MRB ব্রিক ফিল্ডে’র সংলগ্ন গৌড়স্তান লাকড়ীপাড়া নামক এলাকা হতে মোট ১হাজার ৪০০ ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ জব্দ করা হয়।
পদুয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ১হাজার ৪০০ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করেছি। এ ব্যাপারে বন মামলা নং ১২/পদু অব ২০২২-২৩, ১৩/পদু অব ২০২২-২৩, ১৪/পদু অব ২০২২-২৩ এবং ১৫/পদু অব ২০২২-২৩ রুজু করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।