রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশঃ উপজেলায় সেরা হলেন প্রজ্ঞা

প্রকাশিত : ১:১২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষার ফলাফল ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার প্রকাশিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর শনিবার ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২য় বারের মতো এই পরীক্ষা ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য হতে টেস্ট পরীক্ষার ফলাফলে যারা টপ ২৫% এর মধ্যে স্থান করে নিয়েছে তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল সন্তোষজনক নয়। তবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক বিবেচনায় ভালো ফলাফল অর্জন করেছে বলে দেখা যায়। সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে বিভিন্ন কোটায় ১৯ জন শিক্ষার্থী এই মূল্যায়ন পরীক্ষায় পুরস্কার পেতে যাচ্ছে। সমগ্র উপজেলায় মেধা কোটায় ৬ জনের মধ্যে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা প্রদীপ্তা আচার্য্য ৮০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৬৪.৫ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে। গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইন উদ্দিন হাসান আবিদ ৬৩ নম্বর পেয়ে ২য়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম হোসেন শওকত ৬২.৫ পেয়ে ৩য়, গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দাশ ৬২ পেয়ে ৪র্থ, গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকা নাজনীন ৬১.৫ পেয়ে ৫ম, গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছীমা মোস্তারী ৬১ পেয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। এছাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে ১০ জন শিক্ষার্থী ইউনিয়ন কোটায় এবং মাদ্রাসা থেকে ০৩ জন শিক্ষার্থী মাদ্রাসা কোটায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

ফলাফলের বিষয়ে ইউএনও শরীফ উল্যাহ জানান, অত্যন্ত সুন্দরভাবে খাতা মূল্যায়ন করে অতি অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি। অনেক শিক্ষার্থী ভালো করেছে। তবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল সন্তোষজনক নয় বলে দেখা যায়। প্রতিষ্ঠানগুলো এবিষয়ে একটু গুরুত্ব দিলে আশা করি দ্রুতই উন্নতি সম্ভব।

ইতঃপূর্বে ইউএনও’র উদ্যোগে আয়োজিত ‘ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী এ্যাওয়ার্ড-২০২২’ ও ‘মভ টেস্ট’ প্রতিযোগিতায় ৪১ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। উপজেলায় শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইউএনও শরীফ উল্যাহ এসব ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। শিগগির পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে বলে জানা যায়।

আরো পড়ুন