রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:১৮ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
সুস্বাদু নির্ভেজাল খাবারের প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী মোটর স্টেশনে আল -মক্কা হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউসের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) দুপুরে মক্কা হোটেল উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান,লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ইউনুছ,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, ফুলকলির পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম, আমিরাবাদ ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ নেজাম উদ্দিন,
হোটেল আল মক্কার পরিচালক, আমিরাবাদ ইউপির সাবেক মেম্বার মুহাম্মদ নোমান, পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিন, পরিচালক মুহাম্মদ আনোয়ার,ব্যবসায়ী মাহমুদুল হক সিকদার প্রমুখ।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন।
হোটেলে সাধারণ খাবারের পাশাপাশি শাহী বিরাণী, দুপুর ও রাতের খাবারের স্পেশাল আইটেম পাওয়া যাবে।
আল-মক্কা হোটেলের স্বত্তাধিকারী মুহাম্মদ নোমান মেম্বার জানান, সাশ্রয়ী মূল্যে সুস্বাদু নির্ভেজাল খাবার পরিবেশনের পাশাপাশি উন্নত মানের গ্রাহক সেবা নিশ্চিত করতে আল-মক্কা এন্ড বিরানী হাউসের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরে অতিথিরা আল- মক্কা হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউস এর উত্তর উত্তর উন্নতি কামনা করেন।