শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত : ৯:৫৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

`‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়।

এ উপলক্ষে ৯ডিসেম্বর দুপুরে এক মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লোহাগাড়া দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহমদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা ,  উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হানিফ , কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলাম , দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সাংবাদিক অধ্যাপক পুষ্পেন চৌধুরী , দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মাহবুবর রহমান , অধ্যাপক আব্দুল খালেক , সাংবাদিক এইচএম জসিম উদ্দীন, স্বপ্না দেবী , হোসনে আরা বেবী ও গোপাল বড়ুয়া প্রমুখ।
সভায় দূর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

আরো পড়ুন