রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৫৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন (বৃহস্পতিবার) সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্ঠা ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তা ফয়েজুন্নেছা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী,আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, পু্ুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক।
এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
সভায় গরু চুরি, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, ঈদুল আযহা কে সামনে রেখে কোরবানী পশুর হাটে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্ছারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।