রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:৪৫ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মোঃ হেলাল উদ্দিন ও পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ প্রমূখ।

সভায় বটতলি মোটর স্টেশনে যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ, শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধে ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য, চৌকিদারদের ভূমিকা, মহাসড়কে থ্রী হুইলা গাড়ি চলাচলে নিষেধ আরোপ, অপরাধীদের তালিকা তৈরি, মাটির টপসয়ের কাটা ও ওয়াজ মাহফিলের অনুমতিসহ নানাবিধ আলোচনা করা হয়।

এসময় লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা তথ্য আপা সুমাইয়া আকতার, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি সম্রাট, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, নারী নেত্রী জেসমিন আকতার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন