বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২ মাদক  পাচারকারী আটক

প্রকাশিত : ২:১৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১৬ হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য অর্ধ কোটি টাকা। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় ।
১৪ আগস্ট সকালে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাস ও লোহাগাড়া চুনতি-পান্ত্রিশা-লামা সড়কে ব্রাহ্মনপাড়া মনু মিয়ার দোকান এলাকায় মোটরসাইকেল চালককে থামিয়ে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া রাজাপালং খুলিয়া পাড়া এলাকার মৃত জাফর আলমের পুত্র মো. সাহাব উদ্দিন (২২) ও খাগড়াছড়ি সদর মাইজছড়ি গামাড়ীঢালা এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. ইফাত হাসান রুবেল (২৬)। জানা যায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই সজিব হোসেন ও এসআই মো. নুরুন নবী সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন,মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক পাচারকারীদের আটক করতে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার ৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য অর্ধ কোটি টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন