বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় অবৈধ বালু মহালে এসিল্যান্ডের অভিযান, ২৬হাজার ঘনফুট বালু জব্দ, ২টি মেশিন ধ্বংস

প্রকাশিত : ৪:৫৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরই খালের ব্রীজের পাশে, আফিয়া বড় চর,ও দক্ষিণ পহরচান্দা থেকে পৃথকভাবে ১৫ হাজার ঘনফুট এবং চুনতি ইউনিয়নের মোসকাইন্যা খাল থেকে ১১হাজার ঘনফুটসহ মোট ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং ২ টি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে থানার এস আই রুহুল আমিন, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন