বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:২৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
এসময় ৫৩হাজার ৫শত ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি মেশিনও নষ্ট করে দেয়া হয়।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ও লাম্বাশিয়া ছড়া কাশেমের দোকান সংলগ্ন স্থান হতে অবৈধভাবে মিজান ও কালু গং কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫৩ হাজার ৫শত ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি মেশিনও নষ্ট করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা, এসআই নুর মুহাম্মদ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ও চুনতি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।