মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিলেন আলহাজ্ব আবদুল মোতালেব এমপি

প্রকাশিত : ১০:৫৩ অপরাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় অসহায়,অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭মার্চ দুপুরে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপির পক্ষ থেকে উপজেলার আধুনগর এবং চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতি দরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি।

এ সময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন,চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুধ,আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলি আহমদ,চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু,সাধারণ সম্পাদক জানে আলম,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আছহাব উদ্দিন, চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, আওয়ামী লীগ নেতা নুরুন্নবী কবির,দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য,বিষয়ক সম্পাদক শাহিন আকতার সানা,স্থানীয় সাংসদের একান্ত সচিব আবু তৈয়ব,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদু্ল হাসান, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা তাজদিদ জিহানসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,মাহে রমজানে সাতকানিয়া-লোহাগাড়ায় সাড়ে ১১হাজার অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আরো পড়ুন