বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৫৯ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ অফিসর উত্তের পার্শ্বে প্রায় ৬২ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উক্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরেজমিনে গেলে দেখা য়ায়, উপজেলার কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ অফিসের উত্তর পার্শ্বে এলাকায় সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাত প্রায় ৬২ বছর বয়সী এক বৃদ্ধের লাশ।লাশের গায়ে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি বলে জানান পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান,সেকেন্ড অফিসার প্রদীপ কুমার দত্ত, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, এসআই ফারুক, এসআই জালালসহ ৪/৫জনের পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্হিত হয় লাশটি উদ্ধার করেন।
স্থানীয় চৌকিদার আবুল কালাম আজাদ, উক্ত সড়কের পুর্ব পার্শ্বে আমার পানের বরজ রয়েছে। আমি আমার পানের বরজ দেখতে যাওয়ার সময় বিগত ৫/৬ দিন দেখে আসছি। বৃদ্ধ লোকটি মানসিক ভারসম্যহীন।
লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতিকুর রহমান বলেন,স্থানীয় এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে ৬২বছরের অজ্ঞাত এক বৃদ্ধের লাশটি উদ্ধার করি।লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।