বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশিত : ১:৪৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আলি মাস্টার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।

১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ৩ পরিবারকে ৫০ কেজির ২ বস্তা চাল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,স্থানীয় ইউপির সদস্য আব্দুস ছবুর কন্ট্রাক্টর।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,গত কয়েকদিন পূর্বে আগুন লেগে সদরের উজিরভিটা আলী মাস্টার পাড়ায় ৩পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। উক্ত পরিবারের সদস্যরা অনেক অসহায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে চাল প্রদান করা হয়।

আরো পড়ুন