বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ২:৫৬ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। এ ৬ ইউপি নির্বাচনে তিনজন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তারা হলেন- পদুয়া, চুনতি ও কলাউজান ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোছাইন রোমান খাঁন। পুটিবিলা ও চরম্বা ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন এবং বড়হাতিয়া ইউনিয়নে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল খালেক।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসাইন রোমান খাঁন বলেন, এই তিন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর নির্বাচন ২৩ ডিসেম্বর।