মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১২:৪২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতারা উপস্হিত ছিলেন।
শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বড়হাতিয়া ইউপির বিজয় কুমার বড়ুয়া,পদুয়া ইউপির মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন,চুনতি ইউপির মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,কলাউজান ইউপির আলহাজ্ব মুহাম্মদ আবদুল ওয়াহেদ,পুটিবিলা ইউপির জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউপির মৌলানা হেলাল উদ্দিন।
উল্লেখ্য,গত ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ইউপির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।