বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৪৬ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ রিয়াদ (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ায় ফজল মাস্টারের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুল শিক্ষার্থী ওই এলাকার ছিদ্দিক আহমদের পুত্র এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।
পদুয়া ইউপির দফাদার মুহাম্মদ নুরুল ইসলাম জানান,নিহত রিয়াদ বাড়ীর পার্শ্ববর্তী এলাকায় একটি মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বাঁশ দিয়ে বিদ্যুৎ এর খুঁটির তার থেকে সংযোগ নিচ্ছিল। এ সময় ব্যবহৃত বাঁশটি ভেজা হওয়ায় রিয়াদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।