বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া সংলগ্ন সরকারি খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৪টি স্তুপে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্তের নাম মোঃ তারেক (৩২)। সে ওই এলাকার শাহাব উদ্দিনের পুত্র।
গত ১৭ জানুয়ারী বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দাশসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজবিলা বাইগ্যাখোলা জামছড়া সংলগ্ন সরকারি খাসজমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল এলাকার বালু খেকোরা। অভিযোগে সত্যতা স্বীকার করায় তারেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা অর্থদন্ড এবং ৪টি স্তুপে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাগত থাকবে বলেও তিনি জানান।