শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:৫১ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার নির্মাণাধীন একটি ব্রীজের পাহারাদার মো:শাহাব উদ্দিন ( ৫৫) দায়িত্ব পালনের সময় বন্যহাতির আক্রমণে মারা গেছেন।
১১ ডিসেম্বর ( বুধবার) সকাল ৬টার দিকে উত্তর কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন ব্রীজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত শাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার ভরা মুহুরী হাজির পাড়ার মৃত নুরুল হোসেন বলি পুত্র।
স্থানীয় সুত্র জানান, রাত ২টা দিকে উত্তর কলাউজান ইউনিয়নের এলাকায় একদল বন্য হাতি হানা দিয়ে তাণ্ডব চালায়।এ সময় ব্রীজে পাহারাদার হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন।একপর্যায়ে হাতির দলটি পাহারাদার শাহাব উদ্দিনকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, সকালে কলাউজানে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে সেখানে থানার একটি টিম পাঠানো হয়েছে । এ ব্যাপারে আমরা আইনগত যা করার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লখ্য,গত ৭ ডিসেম্বর রাতে লোহাগাড়ায় উপজেলার চরম্বা মাইজবিলায় লোকালয়ে ডুকে তান্ডব চালায় বন্যহাতির দল। এসময় হাতির আক্রমণে নুরুল আলম নামে এক কৃষক নিহত হয়েছে।