বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও`র সাক্ষাৎ

প্রকাশিত : ৮:২৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়ার কর্মরত আঞ্চলিক ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান সৌজন্যে সাক্ষাৎ-এ মিলিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি,দৈনিক সু প্রভাত বাংলাদেশ,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিন,লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি অধ্যাপক মোঃ আবদুল খালেক,লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ,সম্পাদক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খোকন সুশীল, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক,দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ রায়হান সিকদার,লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক,গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এরশাদ আলম, দৈনিক আজকালের খবর, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজ, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য,দৈনিক বাংলাদেশ বুলিটিন প্রতিনিধি মনির আহমদ আজাদ, সদস্য ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাত, দৈনিক খবর পত্রের প্রতিনিধি আতাউর রহমান মাসুদ, আনন্দ টেলিভিশনের লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধি আবদুল ওয়াহাব।

সাক্ষাৎকালে লোহাগাড়ার নবাগত ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান জানান,আমি সরকারের নির্দেশনা সঠিক ভাবে মেনে উপজেলার উন্নয়ন এবং জনসাধারনের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করবো।এজন্য এসব কাজে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করারও আহবান জানান।

আরো পড়ুন