রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৩৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র ব্যক্তিগত উদ্যোগে UN0`s Special Evaluation Test( USET) ‘ইউসেট’ নামে একটি মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে।
২০ আগস্ট(শনিবার) ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এক টানা পরীক্ষা নেওয়া হয়।
জানা যায়, এই পরীক্ষায় শিক্ষার্থীরা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক সাড়া দিয়েছে। উপজেলার শাহপীর উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাহপীর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়, মোস্তফা বেগম গার্লস, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় (বালক), আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় (বালিকা) এই ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪২ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে আজকে পরীক্ষায় উপস্থিতি ছিল শতভাগ। এই পরীক্ষায় এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরেক প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এই পরীক্ষার মাধ্যমে তারা তাদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন বলেও জানান। উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ লোহাগাড়ার শিক্ষাঙ্গনে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।এই পরীক্ষায় আরেকটি ইতিবাচক দিক হচ্ছে,অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত দুইজন করে মোট দশজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এতে শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত হবে। এই পরীক্ষার প্রশ্নপত্র উপজেলা নির্বাহী অফিসার নিজেই প্রণয়ন করেছেন বলে জানা গেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মনিরুল ইসলাম।
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম জানান,ইউএনও স্যারের এই উদ্যোগ এক কথায় অসাধারণ। এতে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ আরও প্রসারিত হবে।
লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবু বক্কর জানান, এটি অত্যন্ত সময়োপযোগী ও যুগান্তকারী বিষয়। স্যারের এধরনের যে কোনো উদ্যোগে আমরা সাথে থাকবো। আশা করি, লোহাগাড়াবাসী স্যারের নতুন উদ্যোগসমূহের ফলাফল অচিরেই দেখতে পাবে।
মোস্তাফা বেগম গালর্স হাই স্কুলের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী আবিদা সুলতানা রুহানা জানান, ইউএনও স্যার যে পরীক্ষা নিয়েছে, সেটার প্রশ্ন খুব সহজ এবং গঠনমুলক হয়েছে। সামনে আমাদের এসএসসি পরীক্ষার জন্য আজকের পরীক্ষাটা অনেক উপকারে আসবে।
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী ইলমা ও জয় জানান,ইউএনও স্যার যে পরীক্ষা নিয়েছে,সেটার প্রশ্ন অনেক মানসম্মত হয়েছে। আগামী এসএসসি পরীক্ষার জন্য মানসম্মত পরীক্ষার ধারণাটা আমাদের কাজে আসবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এসএসসি পরীক্ষার্থীদেরকে ভালোভাবে প্রস্তুত করার লক্ষ্যেই অনেকটা প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবে এই জাতীয় পরীক্ষার সূচনা করেছি। মূলত মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যক্তিগত তাড়না থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমার বিশ্বাস, শিক্ষার্থীরা এর সুফল পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। পরীক্ষায় উপস্থিতির হার প্রায় শতভাগ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষকগণ, সহকারী কমিশনার (ভূমি), কৃষি অফিসার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী শিক্ষা অফিসারগণ আমাকে আন্তরিক সহযোগিতা করায় তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। কিছু সীমাবদ্ধতা থাকায় এবছর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই পরীক্ষার আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত হতে পারে।