রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৫৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুুহাম্মদ আহসান হাবিব জিতুর বদলীর আদেশ বাতিল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন লোহাগাড়ায় বসবসকারী তৃতীয় লিঙ্গের সদস্যরা।
মানববন্ধনে তৃতীয় লিঙ্গের নেতা জরিনা বলেন, ইউএনও জিতু স্যার একজন জনবান্ধব ও আন্তরিক ইউএনও। করোনাকালীন সময়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি সবসময় আমাদের খোঁজ খবর রাখেন। প্রশাসনিক কাজে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। তার যোগদানের পর থেকে একের পর এক জনবান্ধন উদ্যোগে বদলে গেছে উপজেলার দৃশ্যপট। অবিলম্বে ইউএনও’র বদলির আদেশ বাতিল করে পুনরায় স্বপদে বহাল রাখার দাবি জানান তিনি।
উল্লেখ্য, ইউএনও আহসান হাবিব জিতু ২০২০ সালের ৮ অক্টোবর লোহাগাড়া উপজেলায় যোগদান করেন। এবং গত ২৭ শে মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ইউএনও আহসান হাবিব জিতুকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর পিএস হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।