মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

লোহাগাড়াবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

প্রকাশিত : ১২:০০ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লোহাগাড়াসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়রে সবাইকে আন্তরকি শুভচ্ছো ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসবের নাম শারদীয় দুর্গোৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে। বাংলাদেশে প্রতিটি সামাজিক ও ধর্মীয় উৎসব সবার উৎসবে পরিণত হয়। এ দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ। এ দেশের ইতিহাস ও সংস্কৃতি যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে চলেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লোহাগাড়ার জনগণও ঐতিহ্যগতভাবে সবসময় অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে চলেছে।’

তিনি বলেন, ‌‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে অতি অল্পসময়ের মধ্যে যে সংবিধান উপহার দিয়েছিলেন, তাতে সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।’

তিনি আশা প্রকাশ করেন, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব দেশে আনন্দের জোয়ার বয়ে আনবে এবং সকলের জীবনকে সুখ ও আনন্দের ছোঁয়ায় রাঙিয়ে তুলবে।

সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

 

আরো পড়ুন