মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৫৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অাধুনগর মছদিয়া জ্ঞান বিকাশ বিহার প্রাঙ্গণে বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর ( শনিবার) বিকেলে অনুষ্ঠান উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ ড. দীপস্কর
থেরো।
শীলানন্দ মহাথেরো এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ।
প্রধান ধর্মদেশক ছিলেন কে. শ্রী জ্যোতিসেন থেরো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া এবং শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া প্রমুখ।
এছাড়ও বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও দায়ক-দায়িকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুল ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য : প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পরই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক মাস পর্যন্ত কঠিন চীবরদান অনুষ্ঠান পালন করে থাকেন। তাদের বিশ্বাস বুদ্ধ ও বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে এই চীবরদানের মাধ্যমে পূণ্য লাভ করা যায়।
বৌদ্ধ ভিক্ষুদের টানা তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে শুরু হয় মাসোব্যাপী কঠিন চীবরদান উৎসব।