বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৩৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বসতঘরের শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক ইফতেখার হোসেন রানা (৩২) উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর কুমুদিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র ও ২ সন্তানের জনক।
এসআই বিকাশ রুদ্র জানান, নিহত যুবক একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে ৭ মাস পর চলতি সনের ১৪ অক্টোবর জেলহাজত থেকে বের হন। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনারদিন পরিবারের সকলের অগোচরে শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রানা।
তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।