বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৪৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীর নাম মোহাম্মদ রফিক । সে ওই এলাকার মৃত মুফিজুর রহমানের পুত্র। ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসী মুহাম্মদ রফিকের স্ত্রী খোরশিদা আকতার সাংবাদিককে জানান,গত ৩০অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় ঘরের বাহিরে লোহার দরজায় তালাবদ্ধ করে উপজেলা সদরের সাতগড়িয়া পাড়ায় তার বাপের বাড়িতে বেড়াতে যান। পরের দিন ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে চলে আসেন। বাড়িতে ঢুকে লোহার দরজা তালা ভাঙ্গা, দরজা খোলা অবস্হায় দেখতে পান এবং প্রয়োজনীয় আসবাবপত্র,অন্যান্য মালামাল এলোমেলো দেখতে পান।
তিনি আরো জানান, চোরেরা গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে বাড়ীতে থাকা ৫ভরি স্বর্ণালংকার, নগদ ৩০হাজার টাকা,৪২ইঞ্চি এলইডি টিভি, কম্বল ও অন্যান্য মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।
চোরের দল বাড়িতে কেউ না থাকার সুযোগে যে কোন সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে সকালে লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান,এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।