বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৩৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশন এলাকায় ৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হাতিম হোসেন (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সে আমিরাবাদ মাহালদার পাড়া এলাকার জাহিদ হোসেনের পুত্র এবং চট্টগ্রাম হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজের স্নাতক ডিগ্রী (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র। স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,
নিহত হাতিম তার ছোট ভাই জেএসসি পরীক্ষার্থী হামিম হোসেনকে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসতে বের হলে উল্লেখিত স্থানে অটোরিক্সাকে ওভার টেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে গেলে গাড়ীর চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই বেলাল,এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘাতক কাভার্ড ভ্যান ও মোটর বাইকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।