বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

লামায় সরকারিভাবে আমন ২০১৯-২০ মৌসুমের ধান ক্রয় শুরু,লক্ষ্যমাত্রা ৩৯১ মেট্রিক টন

প্রকাশিত : ১২:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

 

মোঃ নুরুচ্ছফা ইসলাম লামা প্রতিনিধিঃ-

লামায় সরকারিভাবে আমন ২০১৯-২০ মৌসুমের ধান ক্রয় শুরু হয়েছে। ১১ (ডিসেম্বার) বুধবার এই ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো:মোস্তফা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। এবার লামা উপজেলার ২টি খাদ্য গুদামের তত্ত্বাবধানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৩ হাজার ২৭৯ জন কৃষকের কাছ থেকে মোট ৩৯১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

জানা গেছে, কৃষক পর্যায়ে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতি মণ ১ হাজার ৪০ টাকা নির্ধারিত দামে ধান ক্রয় করছে সরকারি প্রতিষ্ঠান খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ সরাসরি এসব ধান সংগ্রহ করছে।

লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মোরশেদুল আলম জানান, ২০ নভেম্বর ২০১৯ইং হতে চলতি মৌসুমের আমন ধান ক্রয় শুরু হয়েছে এবং এই ধান ক্রয় আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২০ইং পর্যন্ত চলবে। লামা খাদ্য গুদাম লামা পৌরসভা, গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, সরই, রুপসীপাড়া ইউনিয়নের কৃষক হতে মোট ২৭৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া আজিজনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপায়ন বড়ুয়া বলেন, আজিজনগর খাদ্য গুদামের অধিনে আজিজনগর ও ফাইতং ইউনিয়ন হতে আমন মৌসুমে ১১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিলকি রাণী দাশ, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোরশেদুল আলম, খাদ্য বিভাগের এএসআই উপচিং মার্মাসহ প্রমুখ।

আরো পড়ুন