রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লাইসেন্সবিহীন কোন ল্যাব পরিচালনা করা যাবেনাঃ ডাঃ মোহাম্মদ হানিফ

প্রকাশিত : ১২:৪৩ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

সম্প্রতি সময়ে গেল কিছুদিন ধরে লোহাগাড়া উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে লোহাগাড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ।

যেসব লাইসেন্সবিহীন ল্যাব পরিচালনা করা হয়েছে সেগুলো বন্ধের নির্দেশনা দেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

পরবর্তীতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান এবং উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের যৌথ অভিযানে অনিবন্ধিত সব ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান,
কোন ধরণের অনিবন্ধিত ল্যাব ও হাসপাতাল পরিচালনা করা যাবেনা। সরকারী ভাবে নির্দেশনা রয়েছে অবৈধভাবে কোন ল্যাব পরিচালনা করলে আমরা সেসব ল্যাবের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিবো।

লাইসেন্সসহ সরকারীভাবে যেসব ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে ল্যাব পরিচালনা করতে হবে।

যেসব অবৈধ ভাবে ল্যাব পরিচালনা করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

আরো পড়ুন