মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

লতিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির মানববন্ধন

প্রকাশিত : ৮:০২ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ব্যবসায়ী লতিফ উল্লাহ (৩৮) হত্যায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় চুনতি বাজারে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ব্যানারে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, অধ্যাপক হামিদুর রহমান, চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ, মাহবুবুর রহমান, প্রিয়দর্শী বড়ুয়া, চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম, নিহতের শশুর হাবিবুর রহমান, নিহতের বড়ভাই শরাফত উল্লাহ, শাহজাদা মোহাম্মদ ইমরাত, মোহাম্মদ নুরুচ্ছাফা, নুরুন্নবী কবির, উজ্জল বড়ুয়া, কফিল উদ্দিন, ইমতিয়াজ, ছমির উদ্দিন। মানববন্ধনে মৃত লতিফের দুই মেয়েসহ চুউবির প্রাক্তন ছাত্র ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি-সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লতিফ উল্লাহ হত্যাকান্ডের পাঁচদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত
কেউ গ্রেপ্তার হয়নি। তাঁরা দ্রুতসময়ের মধ্যে লতিফ হত্যায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি রাতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের পাইলট হাইস্কুল সড়ক এলাকায় নিজ বিকাশ এজেন্টের দোকানে লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের সুফি মিয়াজি পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। ##

আরো পড়ুন