বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:০৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, একটি দেশ যেমন ভিশন সেট করে মিশন ঠিক করে এবং অর্জনের লক্ষ্যে কতগুলো পরিকল্পনা গ্রহণ করে থাকে তেমনি একজন শিক্ষার্থীকেও তার জীবনের ভিশন ঠিক করে পরিকল্পনা মতো এগুতে হবে। ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তবেই সাফল্য ধরা দিবে। তোমরাই এদেশে আগামী দিনে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীরা আগামী দিনে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এদেশ শিক্ষাখাতে অামূল পরিবর্তন হয়েছে। দেশ এখন অনেক এগিয়ে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। তবেই তোমাদের পক্ষে উন্নত বিশ্বের সাথে পেরে উঠা সম্ভব হবে। তোমাদেরকে সুশিক্ষিত হতে হবে এবং তোমাদের চরিত্রে মানবীয় গুণাবলিসমূহের সন্নিবেশ ঘটাতে হবে। তবেই তোমরা সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে।
১৪ জুন দুপুরে লোহাগাড়া সদরের সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি তুলে ধরেন। বক্তব্য প্রদানকালে তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ইভটিজিং, কিশোর গ্যাং কর্তৃক অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে এবং শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতেও অনুরোধ জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ এয়াকুবসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।