বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

রাসুল (সঃ) ছিলেন অত্যান্ত ক্ষমাশীল: পীর কুতুব উদ্দিন

প্রকাশিত : ১:১৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর/ রায়হান সিকদার, চুনতী মাহফিল থেকে
বায়তুশ শরফের পীর বাহরুল উলুম হযরত সাহ মাওলানা কুতুব উদ্দিন বলেছেন, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে রাসুলের (স:) উপর ব্যাপক অত্যাচার নির্যাতন করা হলেও তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার উপর নির্যাতনকারীদের প্রতি প্রতিশোধ পরায়ন না হয়ে  ক্ষমা করে দিতেন। যার ফলে রাসূলের দুশমনরাও রাসুলের ক্ষমাশীল মনোভাব দেখে ইসলাম গ্রহণ করতেন।
 তিনি ২৮ নভেম্বর  বৃহস্পতিবার  বাদে মাগরিব লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)মাহফিলের সমাপনী দিবসে তকরির পেশকালে এ কথা বলেন।সালাতুল মাগরিবের পর পবিত্র কালামেপাক থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত, নাতে রাসুল (সঃ) এর পরিবেশনের পর তাকরির পেশ করের ড. আহসান সাইয়েদ। এর পর তকরির শুরু করেন তিনি। ইতিমধ্যে কানায় কানায় পূর্ণহয়েছে ১৩ একর জমি বিশিষ্ট সীরত ময়দান।  চুনতীহাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী দিবসের পৃথক ৪টিঅধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক  আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ডকামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ওরসুলাবাদ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নাঈম ছিদ্দিক।

আরো পড়ুন