সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:৫৪ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে
বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল হাই নদভী বলেছেন, রাসুল পাক( সাঃ)এর জীবনী চরিত্রই হচ্ছে মানব জাতির জন্য উত্তম আদর্শ। আমরা রাসুল পাক (সাঃ) এর সুন্নাত অনুসারে না চলার কারণে বিশ্বের দেশে দেশে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আসুন আমরা রাসুলের (স:) জীবন চরিত্রানুযায়ী নিজেকে গঠন করি। তিনি চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবসের সমপানী অধিবেশনে “ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন” এর উপর আলোচনাকালে উপরোক্ত কথা বলেন। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। এর আগে অনুষ্ঠিত আরো তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে, চুনতীর বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন, যথাক্রমে বান্দরবান মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ হোছাইন ও ঠাকুরদিঘী হেমায়েত ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী।