শনিবার, ২৭ জুলাই ২০২৪

যানজট নিরসনে বটতলী মোটর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

প্রকাশিত : ৯:০৬ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক স্টেশন হল লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে। এ স্টেশনে অনেকদিন ধরে যানজন লেগেই থাকে। সড়কের দু পাশে গাড়ি দাঁড়িয়ে থাকা, যত্রতত্র ভাসমান দোকানসহ বিভিন্ন কারণে যানজট সৃষ্ঠি হয়ে থাকে।যানজট নিরসনের জন্য লোহাগাড়ায় বটতলী স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের দু পাশে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়।২৫ ডিসেম্বর সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।এসময় দোহাজারি হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান, লোহাগাড়া থানার এসআই জামাল উদ্দিনসহ পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,বটতলী স্টেশনে যানজট নিরসনের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি,ব্যবসায়ীদের কে সতর্ক করে দিয়েছি। সড়কের দু পাশে কোন প্রকার ভাসমান দোকান বসানো এবং গাড়ি দাঁড়িয়ে থাকা যাবেনা। স্টেশনের দু পাশে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন