রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

যানজটে নাকাল লোহাগাডাবাসী

প্রকাশিত : ১:০০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সর্ববৃহত স্টেশন হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের
লোহাগাড়া উপজেলার বটতলী শহর। যেখানে রয়েছে ২০টির মত ব্যাংক, ২০টির অধিক বড়বড় মার্কেট, ৭টি বড় বড় ক্লিনিক সহ অসংখ্য ছোট ছোট মার্কেট বিল্ডিং থেকে শুরু করে দোকানপাট, বীমা রয়েছে। এছাড়াও স্টেশনের আশপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।যেখানে শিক্ষার্থী পাঠদান করছে।

কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে মহাসড়কের উপর প্রতিষ্ঠিত ব্যস্ততম এই বটতলী স্টেশনে সবসময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এছাড়াও প্রাইভেট গাড়ির যাত্রী সহ স্থানীয়দের বারংবার এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজট নিরসনের জন্য চলতি মাসের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

অনুসন্ধানে জানা যায়, ব্যস্ততম এই স্টেশনে যানজটের প্রধান কারণ হচ্ছে সড়কের উপর যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী উঠানামা করা।যাত্রী উঠানোর জন্য দীর্ঘক্ষণ সড়কের উপর দাঁড়িয়ে থাকে লোকাল বাস গুলো। অথচ সেই বাসের সামনে পুরোটাই ফাঁকা পেছনে দীর্ঘ জ্যাম। বাস টার্মিনাল, যত্রতত্র পার্কিং ও অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে যানজটের প্রধান সমস্যা।এছাড়াও অবৈধ ও নিষিদ্ধ ত্রি-হুইলার গাড়ি সড়কে বেড়ে যাওয়ার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে দখল করে নিয়েছে অবৈধভাবে ফুটপাত ও বাসগুলো। লোহাগাড়ায় এখনো বাস টার্মিনাল নাই। স্থানীয় ও ব্যবসায়ীরা মনে করছেন,বাস টার্মিনাল থাকলে এত বড় যানজট সৃষ্টি হতোনা।তাছাড়া সড়কের উপর দাঁড়িয়ে থাকে যাতে পেছনের কোন গাড়ি সামনের গাড়িটাকে অতিক্রম করতে না পারে। এরকম যাত্রীবাহী বাসের কারণে দীর্ঘ লাইনে যানবাহন পেছনে আটকা পড়ে। সেখান থেকে যানজট সৃষ্টি হয়। লোকাল বাসের চালকরা এসব দেখেও না দেখার ভান করে। লোকাল বাসগুলো স্টেশনে ঢুকা থেকে বের হওয়া পর্যন্ত খুবই ধীর গতিতে চলাচল করে। একটু পর পর ব্রেককষে যাত্রীর জন্য। এসব লোকাল বাসের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। দূর্ভোগ বাড়ছে। এসব বাসদের তাড়ানোর জন্য স্টেশনের দুই প্রান্তে দুইজন ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করলে স্টেশনে যানজট সিংহভাহ কমে যাবে বলে ধারণা করছেন বিশিষ্টজনেরা।

স্থানীয় ব্যবসায়ী আনম বাবলু জানান, লোহাগাড়ায় কোন বাস টার্মিনাল নেই। যত্রতত্র গাড়ি পার্কিং, বাসগুলো স্টেশনে এসে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকলে আমাদের চলাফেরা করতে বড় ধরণের সমস্যা সৃষ্টি হয়। যাত্রী উঠানামা করে বাসগুলো দাঁড়িয়ে থাকে। দ্রুত একটি লোহাগাড়ায় বাস টার্মিনাল হলে যানজট কমে যাবে।

লোহাগাড়া সদরের মুহুরী পাড়ার বাসিন্দা মুুহাম্মদ মানিক মেম্বার জানান,স্টেশনের যানজটের কারণে আমাদের বাড়ি থেকে রিক্সা নিয়ে আসতে এখন ৪০মিনিটের মতো সময় লাগে। যেখানে আমরা সাধারণত রিক্সা নিয়ে আসতে ১০মিনিটের মতো সময় লাগতো। আমরা এ বিষয়ে দ্রুত সমাধান আশা করছি।

লোহাগাড়া বণিক সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক সাত্তার সিকদার জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ পরিবহনের ছড়াছড়ি, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা, খেয়ালখুশি মতো গাড়ি পার্কিং, তিন চাকার গড়ির রাজত্ব, ফুটপাত দখল করে ব্যবসা, ট্রাফিক বিভাগে পর্যাপ্ত লোকবলের অভাবে যানজট নিরসনে হিমসিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসন, সচেতন মহল,পরিবহন সংশ্লিষ্ট লোকজন, শহর পরিচালনা কমিটি, লোহাগাড়া বণিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কাজ করলে লোহাগাড়বাসী যানজট থেকে পরিত্রাণ পাবে বলে মনে করি।

নিরাপদ সড়ক চাই নিসচার লোহাগাড়া শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর জানান, প্রথমত ট্রাফিক বিভাগ ও দোহাজারি হাইওয়ে থানা পুলিশের দায়িত্ব অবহেলার কারণে বটতলী স্টেশনে যানজট লেগেই থাকে। যত্রতত্র গাড়ি পার্কিং,বাস টার্মিনাল না থাকার কারণে যানজট সৃষ্টি হয়। আমরা এ বিষয়ে স্থায়ী সমাধান আশা করছি।

লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুুহাম্মদ মিজানুর রহমান মিজান জানান, বটতলী স্টেশনের যানজটের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। থ্রি হুইলার নসিমন করিমনসহ অবৈধ গাড়ি চলাচল, অবৈধভাবে গাড়ি পার্কিং এর কারণে স্টেশনে সবসময় যানজট লেগেই থাকে। তাছাড়া ট্রাফিক বিভাগের লোকবল কম, তাদের দায়িত্ব অবহেলার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে আমাদেরকে যানজটমুক্ত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মাকছুদ আহমেদ জানান, আমরা নিয়মিত ভাবে থ্রি হুইলাসহ বিভিন্ন অবৈধ যানাবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। দোহাজারি হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে লোহাগাড়ায় বটতলী স্টেষনকে যানজটমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্টেশনে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে বসা ফুটপাতের কারণ এবং মহাসড়কে নিষিদ্ধ তিনচাকায় চালিত সিএনজি, ব্যাটারী চালিত অটোরিকশা ও মিউজিক গাড়ি অতিরিক্ত হারে বৃদ্ধি হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

আরো পড়ুন