বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

যত বেশি আত্মবিশ্বাসী হবে, সাফল্য লাভ তত সহজ হবেঃ ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ৬:৫১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, শিক্ষার্থীরা যত বেশি আত্মবিশ্বাসী হবে, সাফল্য লাভ তত সহজ হবে। কষ্ট ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। পড়াশুনায় ভালোভাবে মনোনিবেশ করতে হবে। প্রতিটি স্তরে ভালো ফলাফল করে উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন দেখতে হবে। তিনি আরও বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা অর্জনেও গুরুত্ব দিতে হবে। তবেই উন্নত বিশ্বের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে আগামীর প্রজন্ম টিকে থাকতে পারবে।

 

 

৭ আগস্ট সকালে উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ ইউনিয়নে ফাতিমাতুযযাহরা (রা.) মহিলা মাদ্রাসার অডিটোরিয়ামে মুহাররম ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা এবং হিফয সবিনা সম্পন্নকারীদের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মুহাম্মদ খালিদ জামিল।

দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ।

অনুষ্ঠানে দৈনিক সমকাল লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদ সহ এলাকার মুরুব্বী, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন